কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৪) : আমি ঢাকায় থাকি, বছরে ৩ থেকে ৪ বার গ্রামের বাড়িতে আসি। আমার প্রশ্ন হলো গ্রামে থাকা অবস্থায়আমি কি কছর ছালাত আদায় করব?

উত্তর :কছর ছালাতের জন্য শর্ত হলো মুসাফির অবস্থায় থাকা। তাই কেউ যদি প্রবাস বা বাহির হতে নিজ বাড়িতে আসে তাহলে সে ছালাত কছর করতে পারবে না। তবে যদি তার অন্য জায়গায় নিজস্ব বাড়ি থাকে এরপর তার পিতা-মাতার বাড়িতে কিংবা নিকটাত্মীয়ের বাড়িতে বেড়াতে আসে। এ ক্ষেত্রে সফরের দূরত্ব পরিমাণ হয়ে গেলে কছর করতে পারে। ইবনু আব্বাস রযিয়াল্লাহু আনহুমা-কে জিজ্ঞাসা করা হয়েছিল যে, আমরা তো খুরাসানের যু্দ্ধে দীর্ঘদিন অবস্থান করি এ ব্যাপারে আপনার মতামত কী? উত্তরে তিনি বলেছিলেন, তুমি দুই রাকআত ছালাত আদায় করবে যদিও সেখানে দশ বছর অবস্থান করো’ (মাজমূউ ফাতওয়া ইবনে তাইমিয়্যা, ১৫/৩২৬)।

প্রশ্নকারী : মাহমুদুল হাসান মামুন

আত্রাই, নওগাঁ।


Magazine