কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪২) : একটি গরু বা উটে সাতজনের কম সংখ্যক লোক শরীক হয়ে কি কুরবানী দিতে পারবে?

উত্তর : কুরবানীর ক্ষেত্রে উত্তম হলো, প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটি করে কুরবানী দেওয়া। কারণ রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘হে লোক সকল! প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটি করে কুরবানী দেওয়া কর্তব্য’ (আবূ দাঊদ, হা/২৭৮৮; মিশকাত, হা/১৪৭৮)। তবে একটি গরুতে সাতজন অংশগ্রহণ করতে পারে। এর চেয়ে বেশি নয়। জাবের রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা হজ্জের ইহরাম বেঁধে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে রওনা হলাম। তিনি আমাদেরকে প্রতিটি উট বা গরু সাতজনে মিলে কুরবানী করার নির্দেশ দিলেন (ছহীহ মুসমি, হা/১৩১৮)। সাত ভাগের কমে কুরবানী দেওয়ার ব্যাপারে কোনো সীমাবদ্ধতা পাওয়া যায় না। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের দিন একশতের বেশি উট কুরবানী করেছিলেন (ছহীহ মুসলিম, হা/১৩১৭)। সাতভাগে কুরবানীর ব্যাপারে যেমন হাদীছ পাওয়া যায় তেমন এক ব্যক্তি একটি গরু কুরবানী দেওয়ার ব্যাপারেও হাদীছ পাওয়া যায় (ছহীহ মুসলিম, হা/১৩১৯)। উটে সাতভাগের যেমন দলীল পাওয়া যায় তেমন দশভাগেরও দলীল পাওয়া যায় (ছহীহ ইবনু মাজাহ, হা/২৫৫৩)। তবে কমেও কুরবানী দেওয়া যেতে পারে (আল-ইনসাফ ফি মা‘রেফাতির রাজেহ মিনাল খিলাফ, ৪/৭৬ পৃ.)।

প্রশ্নকারী : মাহফুজর রহমান

পাবনা।


Magazine