উত্তর : কোনো নারীর স্বামী মারা গেলে তার ইদ্দত পালনের সময়সীমা হলো চার মাস দশ দিন। এ সময়ের মধ্যে সে সাজসজ্জা করা থেকে বিরত থাকবে। যেমন, লাল, হলুদ বা গেরুয়া রঙ্গের কাপড় পরিধান করা, মেহদী, সুরমা বা যেকোনো অলঙ্কার পরিধান করা ইত্যাদি। উম্মে সালামাহ রাযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে নারীর স্বামী মারা গেছে, সে (ইদ্দত পালনকালে লাল বা) হলুদ ও গেরুয়া রঙ্গের কাপড় পরিধান করবে না; অলঙ্কার পরবে না; চুলে বা হাতে খেযাব (মেহেদী) লাগাবে না এবং চোখে সুরমা লাগাবে না (ছহীহ আবুদাঊদ, হা/২৩০৪; নাসাঈ, হা/৩৫৩৫; মুসনাদে আহমাদ, হা/২৫৫৮১; ছহীহ জামে‘, হা/৬৫৭৭)।
প্রশ্নকারী : আব্দুল্লাহ
গোদাগাড়ী, রাজশাহী।