কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৮): মসজিদ, মাদরাসা বা বিভিন্ন জালসার টাকা তোলার জন্য রাস্তায় মাইক দিয়ে গাড়ি আটকিয়ে তা সংগ্রহ করা কি জায়েয?

উত্তর: ইসলামে মসজিদ, মাদরাসা, গরীবদের সাহায্যের জন্য দান চাওয়া বৈধ। কিন্তু তা হতে হবে সম্মানজনকভাবে, কারো চলাচলে বা স্বাভাবিক কাজে বিঘ্ন না ঘটিয়ে, বিনয়ের সাথে এবং কারো ওপর চাপ সৃষ্টি না করে। এইভাবে মসজিদ, মাদ্রাসা বা বিভিন্ন জালসার জন্য রাস্তায় গাড়ি আটকিয়ে টাকা তোলা নাজায়েয। কেননা এভাবে টাকা তুললে মানুষের চলাফেরায় বিঘ্ন ঘটানো হয়, মানুষকে কষ্ট দেওয়া হয়, অনেক সময় টাকা না থাকলে মানুষ লজ্জিত ও হয়রানির শিকার হয়, ইসলামকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয় ইত্যাদি। উবাদা ইবনু ছামিত রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যে, ‘ক্ষতি করাও যাবে না, ক্ষতি সহ্যও যাবে না’ (ইবনু মাজাহ, হা/২৩৪০)। হুযায়ফা ইবনু আসীদ রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি মুসলিমদের চলার পথে কষ্ট দেয়, তার উপর তাদের অভিশাপ অবধারিত হয়ে যায়’ (আল-মু‘জামুল কাবীর, ৩/১৭৯, ৩০৫০)।


Magazine