কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৬): ‘বন্দে মাতরম’ বলা বৈধ কি?

উত্তর: বৈধ নয়। কেননা ‘বন্দে মাতরম’ মানে দেশ মাতাকে বন্দনা করি বা প্রণাম করি। বন্দনা বা বন্দেগী মানে বান্দার কাজ, ইবাদত ও দাসত্ব করা। মুসলিম একমাত্র আল্লাহর দাস হয়। সে কেবল তারই দাসত্ব করে। সুতরাং সে অন্য কারো বন্দেগী বা দাসত্ব করার ঘোষণা দিতে পারে না। সে ঘোষণা করে,

 قُلْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ - لَا شَرِيكَ لَهُ وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا أَوَّلُ الْمُسْلِمِينَ

‘নিশ্চয়ই আমার ছালাত, আমার উপাসনা (কুরবানী) আমার জীবন ও মরণ বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য। তার কোনো অংশীদার নেই এবং আমি এ সম্বন্ধেই আদিষ্ট হয়েছি। আত্মসমর্পণকারীদের (মুসলিম) মধ্যে আমিই প্রথম’ (আল-আনআম, ৬/১৬২-১৬৩)।


Magazine