কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩২) : প্রতিযোগিতামূলক কোনো ‘কুইজ প্রতিযোগিতা’য় পুরস্কার প্রদানের ক্ষেত্রে এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ভর্তি করার ক্ষেত্রে কি লটারি করা যাবে?

উত্তর : কুইজ প্রতিযোগিতা ও শিক্ষার্থী ভর্তির উদ্দেশ্য যদি হয় ইসলাম ও মুসলিমদের কল্যাণকর কাজের প্রতি উৎসাহ প্রদান করা তাহলে তাতে লটারী করা যায়। কেননা যে লটারীতে টাকা-পয়সার হার-জিত থাকে না সে লটারী জায়েয। যেমন রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লটারীর মাধ্যমে স্ত্রীদেরকে যুদ্ধে নিয়ে যেতেন। আয়েশা রাযিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন সফরে যেতে ইচ্ছা করতেন, তখন তার স্ত্রীদের মধ্যে লটারীর ব্যবস্থা করতেন এবং তাতে যার নাম উঠত তিনি তাকেই সাথে নিয়ে যেতেন (ছহীহ বুখারী, হা/২৫৯৩; ছহীহ মুসলিম, হা/২৭৭০; মিশকাত, হা/৩২৩২)।

উল্লেখ্য যে, হারাম হল ঐ লটারী যার মাধ্যমে অনেকের নিকট থেকে টাকা নিয়ে ২/৪ জনকে পুরস্কৃত করা হয় এবং তাতে জুয়ার সংমিশ্রন থাকে। কেননা জুয়ামূলক সব ধরনের খেলাধুলা ও প্রতিযোগিতা হারাম। মহান আল্লাহ বলেন, হে মুমিনগণ! নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তির বেদী এবং শুভ-অশুভ নির্ণয়ের তীর এসব গর্হিত বিষয়, শয়তানী কাজ। সুতরাং এ থেকে সম্পূর্ণরূপে দূরে থাকো, যেন তোমাদের কল্যাণ হয় (সূরা আল-মায়েদাহ, ৯০)।

প্রশ্নকারী : আব্দুল আহাদ

রানীরবন্দর, চিরিরবন্দর, দিনাজপুর।


Magazine