কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৬) : আপন ভাগ্নীর মেয়েকে বিবাহ করা যাবে কি? দলিলসহ জানতে চাই।

উত্তরআপন ভাগ্নীর মেয়েকে বিবাহ করা যাবে না। কেননা আপন ভাগ্নী যেমন হারাম অনরূপ ভাগ্নীর মেয়ে তার মেয়ের মেয়ে (নিম্ন স্তরের সকল ভাগ্নী) হারাম। এ মর্মে আল্লাহ বলেন, ‘তোমাদের উপর হারাম করা হয়েছে ১. তোমাদের মাতাদেরকে, ২. তোমাদের মেয়েদেরকে, ৩. তোমাদের বোনদেরকে, ৪. তোমাদের ফুফুদেরকে, ৫. তোমাদের খালাদেরকে, ৬. ভাতিজীদেরকে, ৭. ভাগ্নীদেরকে...’ (আন-নিসা, ৪/২৩)। অত্র আয়াত দ্বারা স্পষ্টত বোঝা যায় যে, ভাগ্নীদেরকে বলতে নিম্নোস্তরের সকল ভাগ্নীদেরকে বিবাহ করাকে হারাম করা হয়েছে।

প্রশ্নকারী : আলী

বেলকুচি, সিরাজগঞ্জ।


Magazine