কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৮) : একই সফরে কতবার ওমরা পালন করা যায়?

উত্তর : একই সফরে একবার উমরা পালন করাই শরীয়তসম্মত এবং তা সালাফগণ কর্তৃক প্রমাণিত। তবে যারা বলে থাকেন যে, মক্কা থেকে তানঈম নামক জায়গায় গিয়ে পুনরায় উমরা পালন করা যাবে। তা সঠিক নয়। কারণ তা ছিল আয়েশা রযিয়াল্লাহু আনহা-এর জন্য খাস এবং তখন তিনি হায়েয অবস্থায় ছিলেন (যাদুল মা’আদ, ২/৮৯-৯০)। তবে এ ক্ষেত্রে আলবানী রহিমাহুল্লাহ আয়েশা রযিয়াল্লাহু আনহা-এর জন্য নির্দিষ্টভাবে খাস না করে যেসব মহিলা হায়েযগ্রস্থ হবে তাদের জন্য খাস করেছেন। অনুরূপভাবে ইবনু উছাইমীন রহিমাহুল্লাহ-কে জিঙ্গাসা করা হলে তিনি বলেন, এটা একটি বিদ’আত যার ব্যাপারে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর ছাহাবীরা কেউই উৎসাহ প্রদান করেননি এবং রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করার সময় সেখানে ১৯ দিন থাকা সত্ত্বেও পুনরায় তানঈমে গিয়ে উমরা পালন করেননি। বিধায় একই সফরে একাধিক উমরা পালন করা বিদ’আত হবে (লিক্বাউল বাবিল মাফতূহ, ২৮/১২১)।

প্রশ্নকারী : আনোয়ার হোসেন

কাশিমপুর, গাজীপুর।


Magazine