কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৪) : পরীক্ষার হলে একজনের খাতা দেখে অন্যজনের লেখা সম্পর্কে ইসলাম কী বলে?

উত্তর : পরীক্ষায় নকল করা চরম অপরাধমূলক ও ঘৃণার কাজ। যা প্রতারণা ও ধোঁকাবাজির শামিল এবং খেয়ানতমূলক কর্ম। কেননা নকলকারী নিজ দুর্বলতা লুকিয়ে রাখার জন্যই পরীক্ষায় নকল করে থাকে। যা ইসলামে নিষিদ্ধ। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘আর যে আমাদেরকে ধোঁকা দেয়, সে আমাদের দলভুক্ত নয়’ (ছহীহ মুসলিম, হা/১৮৪)।

প্রশ্নকারী: তাহমিদুল ইসলাম

ঢাকা।
Magazine