কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২০) : বিতর ছালাতে কি প্রতিদিন হাত তুলে দু‘আ কুনূত করা যাবে, না-কি এটি বিদআত বলে গণ্য হবে?

উত্তর : দু‘আ কুনূত হাত তুলে পড়া যায় (বায়হাক্বী, ২/২১১-২১২; মির‘আত, ৪/৩০০; তুহফা, ২/৫৬৬-৬৭)। আবার হাত না তুলে রুকূর পূর্বে ক্বিরাআতের সাথেও পড়া যায় (ইরওয়াউল গালীল, ২/৭১ পৃ.)। হাসান ইবনু আলী রযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এমন কিছু বাক্য শিক্ষা দিয়েছেন যা আমি বিতর ছালাতে পাঠ করি (আবু দাঊদ, হা/১৪২৫)। বিতর ছালাতে দুআ কুনূত পড়া সুন্নাত। তবে তা নিয়মিত রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন এ মর্মে কোনো হাদীছ পাওয়া যায় না। বরং আব্দুল্লাহ ইবনু মাসঊদ রযিয়াল্লাহু আনহু নিজে নিয়মিত পড়তেন মর্মে একটি বর্ণনা পাওয়া যায়। যার সনদটি মুনকাতি সূত্রে বর্ণিত হয়েছে। অপর পক্ষে নিয়মিত না পড়ার ব্যাপারে আলী, উমার ও উবাই ইবনু কা‘ব রযিয়াল্লাহু আনহুম সহ অনেকের হতে আছার বর্ণিত হয়েছে (তুহফাতুল আহওয়াযী, ২/৪৬২) । বিধায় নিয়মিত না পড়ে মাঝে মাঝে ছাড়াই শ্রেয় হবে। ওয়াল্লাহু আ‘লাম।

প্রশ্নকারী : ফযলে রাব্বী, রাজশাহী।


Magazine