উত্তর : হ্যাঁ যাবে। আবু হুরায়রা রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি সকাল-সন্ধ্যায় ১০০ বার ‘সুবহা-নাল্ল-হী ওয়াবিহামদিহী’ বলবে ক্বিয়ামতের দিন এর অপেক্ষা শ্রেষ্ঠ আমল নিয়ে কেউ উপস্থিত হতে পারবে না। তবে ঐ ব্যক্তি ব্যতীত যে এই বাক্য উক্ত ব্যক্তির চেয়ে অধিকবার বলবে (ছহীহ মুসলিম, হা/২৬৯২; মিশকাত, হা/২২৯৭)। অন্য এক বর্ণনায় আছে, যে ব্যক্তি ১০০ বার উক্ত বাক্য বলবে তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, যদিও তার গোনাহ সমুদ্রের ফেনার ন্যায় বেশি হয়’ (ছহীহ বুখারী, হা/৬৪০৫; ছহীহ মুসলিম, হা/২৬৯১; মিশকাত, হা/২২৯৬)।
প্রশ্নকারী : সাব্বির
চিচিরবন্দর, দিনাজপুর।