উত্তর: পাওনা টাকার যে নির্ধারিত সময় রয়েছে সে সময়ে আদায় করার চেষ্টা করবে। স্বাভাবিকভাবে না দিলে যেকোনো শক্তি প্রয়োগ করতে পারে। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এক লোক (ঋণ পরিশোধের) তাগাদা দিতে আসল এবং কড়া কথা বলল। ছাহাবীগণ তাকে শাস্তি দিতে উদ্যত হলে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তাকে ছেড়ে দাও। হক্বদারের (কড়া) কথা বলার অধিকার আছে’ (ছহীহ বূখারী, হা/২৪০১)। এরপরও যদি না হয়, তাহলে আইনের আশ্রয় নিবে এবং আল্লাহর কাছে দু‘আ করবে। আল্লাহ তাআলা বলেন,وَاسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلاةِ ‘তোমরা ধৈর্য ও ছালাতের মাধ্যমে সাহায্য চাও’ (আল-বাকারা, ২/৪৫)।
প্রশ্নকারী: ফাতেমা
মিরপুর, ঢাকা।