কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৫): বর্ষাকালে যখন বিলে পানি আসে, তখন সেখান থেকে মাছ ধরা এবং বিভিন্ন ধরনের শাক, শাপলা তুলে খাওয়া হালাল হবে কি-না?

উত্তর: যদি কারো নিজের জমি ঘেরা না থাকে তাহলে সেখানে সাধারণ অনুমতি আছে বলে গণ্য করা হবে এবং এমন স্থান হতে মাছ ধরা ও শাক তোলাতে কোনো বাধা নেই। কিন্তু কারো নিজের জমি যদি ঘেরা থাকে, তাহলে সেই মালিকের অনুমতি ব্যতীত মাছ ধরা বা সেখানকার কোনো কিছু নেওয়া জায়েয নয়। কেননা আল্লাহ বলেন, ‘হে মুমিনগণ! তোমরা একে অপরের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করো না। কিন্তু তোমরা পরস্পর রাজী হয়ে ব্যবসা করা বৈধ’ (আন-নিসা, ৪/২৯)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘এক মুসলিমের জন্য অপর মুসলিমের রক্ত, ধন-সম্পদ ও মান-সম্মান হারাম’ (ছহীহ মুসলিম, হা/২৫৬৪; মুসনাদে আহমাদ, হা/৭৭২৭)।

প্রশ্নকারী : মোস্তাফিজুর রহমান

বন্দর, নারায়ণগঞ্জ।


Magazine