কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২০) : এক ব্যক্তি বড় বোনকে বিবাহ করার এক বছর পর স্ত্রীর ছোট বোনকে বিবাহ করে। তাহলে বড় বোন কি অটোমেটিক তালাক হয়ে যাবে, না-কি ছোট বোন তালাক হবে?

উত্তরএমন দুইজন নারীকে এক সাথে একজন পুরুষ বিবাহ করতে পারবে না; যাদের একজনকে পুরুষ অপরজনকে নারী ধরে তাদের মাঝে বিবাহ বৈধ হয় না। যেমন: ২জন আপন বোনকে এক সাথে বিবাহ করা। কেননা তাদের একজনকে পুরষ ধরে নেওয়া হলে, তারা ভাই-বোন হয়ে যায়। সুতরাং আপন দুইবোনকে একসাথে একজন পুরুষ বিবাহ করতে পারবে না। এটি হারাম। মহান আল্লাহ একত্রে দুই বোনকে (বৈবাহিক সম্পর্ক রাখাকে একজন পুরুষের জন্য হারাম করেছেন (আন-নিসা, ৪/২৩)। আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, কোন মহিলাকে তার ফুফুর সাথে অথবা ফুফুকে তার ভাইয়ের মেয়ের সাথে অথবা কোন মহিলাকে তার খালার সাথে অথবা খালাকে তার বোনের মেয়ের সাথে এবং ছোট বোনের সাথে বড় বোনকে এবং বড় বোনের সাথে ছোট বোনকে একত্রে (সতীনরূপে) বিয়ে করতে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। (তিরমিযী, হা/১১২৬; আবূ দাউদ, হা/২০৬৫; নাসায়ী, হা/৩২৯৮)। অতএব বড় বোন বিবাহ বন্ধনে থাকাকালীন সময়ে যে ছোট বোনকে বিবাহ করা হয়েছে তা বিবাহ হয়নি। বরং বড় বোন এখনো বিবাহ বন্ধনে রয়েছে। দ্রূত ছোট বোনের সাথে সকল সম্পর্ক ছিন্ন করতে হবে। আর যা হয়েছে তাতে ছোট বোনের সাথে যেনার সম্পর্ক হয়েছে।

প্রশ্নকারী : ফয়সাল আহমেদ

শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।

 

Magazine