কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৯): কুরআন-হাদীছের আলোকে শরীরে ইনজেকশন ব্যবহারের বিধান কী? এসব কি কুরআন-হাদীছে আছে?

উত্তর: চিকিৎসার একটা ধরন হলো ইনজেকশন। হারাম উপাদানমুক্ত ইনজেকশন হলে চিকিৎসার প্রয়োজনে ইনজেকশন ব্যবহার করা জায়েয। আল্লাহ বলেন, وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ ‘তোমরা নিজেদের ধ্বংসের দিকে নিক্ষেপ করো না’ (আল-বাকারা, ২/১৯৫)। কিছু বেদুঈন এসে বলল, হে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আমরা কি চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করব? তিনি বলেন, ‘তোমরা চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করো, কেননা মহান আল্লাহ একমাত্র বার্ধক্য ছাড়া সকল রোগেরই ঔষধ সৃষ্টি করেছেন’ (সুনানে আবী দাঊদ, হা/৩৮৫৫)।

প্রশ্নকারী: মো. হাসান

কোটালীপাড়া. গোপালগঞ্জ।


Magazine