কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৯) : সন্তান পেটে আসলে অনেক মহিলা কোমরে বিভিন্ন ধরনের কাঠি বাধে যাতে সন্তান নষ্ট না হয়ে যায়। প্রশ্ন হলো, এগুলো কি শরীআতসম্মত?

উত্তর : সন্তান নষ্ট না হওয়ার জন্য পেটে এধরনের কাঠি ব্যবহার করা শিরক। আব্দুল্লাহ ইবনু মাসউদ রযিয়াল্লাহু আনহু তার স্ত্রীর শরীরে একটি সূতা দেখতে পেয়ে তা ছিড়ে ফেলার পরে বলেছিলেন, আমি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, জাদু, তাবীজ ও অবৈধ প্রেম ঘটানোর মন্ত্র শির্ক-এর অন্তর্ভুক্ত (ইবনু মাজাহ, হা/৩৫৩০আবুদাঊদ, হা/৩৮৮৩)। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে লোক কোনো কিছু ঝুলিয়ে রাখে (তাবীজ-তুমার) তাকে তার উপরই সোপর্দ করা হয়’ (তিরমিযী, হা/২০৭২)। সুতরাং অবশ্যই এধরনের কাঠি বেধে রাখা পরিহার করতে হবে।

প্রশ্নকারী : মিজানুর রহমান, কুষ্টিয়া।



Magazine