কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১০): হজ্জ পালনকারী কি প্রতিদিন একাধিকবার বায়তুল্লাহর তাওয়াফ করতে পারবে?

উত্তরহজ্জ পালনকারীর জন্য প্রতিদিন একাধিক বার বায়তুল্লাহর তাওয়াফ করাতে কোনো বাধা নেই। বরং সময় সুযোগ অনুযায়ী যথাসাধ্য তাওয়াফ করার চেষ্টা করতে হবে। কেননা এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। জুবায়ের ইবনু মুত্বইম রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমরা কাউকে রাত বা দিনের যে কোনো সময়ে এই ঘরের তাওয়াফ করতে ও ছালাত আদায় করতে বাধা দিও না’ (আবূ দাঊদ, হা/১৮৯৪; তিরমিযী, হা/৮৬৮)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি বায়তুল্লাহ তাওয়াফ করল এবং দুই রাকআত ছালাত পড়ল, তা একটি ক্রীতদাসকে মুক্ত করার সমতুল্য’ (ইবনু মাজাহ হা/২৯৫৬)। তিনি ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ‘কোনো লোক বায়তুল্লাহতে এক পা ফেলে অপর পা উঠানোর আগেই বরং আল্লাহ তাআলা তার একটি গুনাহ মাফ করে দেন ও তার জন্য একটি ছওয়াব নির্ধারণ করেন’ (তিরিমিযী, হা/৯৫৯; ছহীহুত তারগীব, হা/১১৪৩)।

প্রশ্নকারী : কাওছার আলী

বগুড়া।


Magazine