কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১২) : ইমামকে শেষ বৈঠকে পেলে কয়টি তাকবীর দিয়ে বসতে হবে? এখানে কি রাফউল ইয়াদাঈন করে বসতে হবে?

উত্তর : ইমামকে শেষ বৈঠক বা যেকোনো অবস্থায় পেলে তাকবীর দিয়ে রাফউল ইয়াদাঈন করে ইমামের সাথে শরিক হয়ে যেতে হবে। আলী ও মু‘আয ইবনু জাবাল রযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তারা দুইজন বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যখন তোমাদের কেউ ছালাতে উপস্থিত হয়ে ইমামকে কোনো এক অবস্থায় পাবে, তখন ইমাম যা করছে সে যেন তাই করে’ (তিরমিযী, হা/৫৯২; মিশকাত, হা/১১৪২)। সুতরাং বৈঠকে বসার সময়েও তাকবীর দিয়ে রাফ’উল ইয়াদাঈন করে বসে যাবে।

উল্লেখ্য যে, বুকে হাত বাঁধার পর বসার যে প্রথা সমাজে চালু আছে তা দলীল দ্বারা প্রমাণত নয়।

প্রশ্নকারী : রাহাত

মিরপুর-১০।


Magazine