কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১) : হিন্দুদের কোনো শিশু সন্তান জন্মের পরপরই মারা গেলে সে জান্নাতী হবে না-কি জাহান্নামী?

উত্তর : নাবালক অবস্থাতে যেই শিশু সন্তানরা মারা যাবে তারা জান্নাতী হবে। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তিন ধরনের লোকের উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে- (১) নিদ্রিত ব্যক্তি যতক্ষণ না জাগ্রত হয়, (২) পাগল ব্যক্তি যতক্ষণ না আরোগ্য লাভ করে এবং (৩) অপ্রাপ্ত বয়স্ক বালক যতক্ষণ না বালেগ হয়’ (আবূ দাঊদ, হা/৪৩৯৮)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে ইবরাহীম আলাইহিস সালাম-এর পাশে যেসব সন্তানদেরকে দেখেছিলেন, তাদের মধ্যে মুশরিকদের সন্তানও ছিল (ছহীহ বুখারী, হা/৭০৪৭)। এই বর্ণনা প্রমাণ করে যে, হিন্দুদের কোনো সন্তানও জন্মের পরপর মারা গেলে সে জান্নাতী হবে।

প্রশ্নকারী : সাজেদুল ইসলাম

চট্রগ্রাম।

Magazine