কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২) : রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো স্বপ্নে আল্লাহ তাআলাকে দেখেছেন?

উত্তর : হ্যাঁ, তিনি স্বপ্নে আল্লাহ তাআলাকে দেখেছেন। আব্দুল্লাহ ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা বলেন, ‘মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর প্রভুকে তার অন্তকরণে দুবার দেখেছেন (মুসলিম হা/১৭৬)। আব্দুর রহমান ইবনু আয়েশ রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘একবার আমি আমার মহাপরাক্রমশালী প্রভুকে অতি উত্তম আকৃতিতে (স্বপ্নে) দেখলাম। তখন তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, শীর্ষস্থানীয় ফেরেশতাগণ কী বিষয়ে বিতর্ক করছে? আমি বললাম, আপনিই অধিক অবগত। তখন আল্লাহ তাআলা তাঁর হাত আমার দুই কাঁধের মাঝখানে রাখলেন, যার শীতলতা আমি আমার বক্ষের মধ্যে অনুভব করলাম। তখন আমি আকাশে ও যমীনে যা কিছু আছে সবই অবগত হলাম। অতঃপর রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণস্বরূপ এ আয়াত তেলাওয়াত করলেন, ‘এরূপে আমি দেখাই ইবরাহীমকে আসমানসমূহ ও যমীনের রাজ্যসমূহ, যাতে সে বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়’ (তিরমিযী হা/৩২৩৫)।

প্রশ্নকারী : আবূ নাঈম

বাগমারা, রাজশাহী।


Magazine