উত্তর : জানাযার ছালাতে ইমাম পুরুষের মাথা বরাবর এবং মহিলার মাঝ বরাবর দাঁড়াবে। নাফে‘ আবূ গালিব রাহিমাহুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, আমি একবার আনাস ইবনু মালেক রাযিয়াল্লাহু আনহু-এর সাথে এক জানাযায় (আব্দুল্লাহ ইবনু উমার রাযিয়াল্লাহু আনহু-এর) ছালাত আদায় করেছি। তিনি (জানাযার) মাথা বরাবর দাঁড়ালেন। এরপর লোকেরা কুরাইশ বংশের এক মহিলার লাশ নিয়ে এলেন এবং বললেন, হে আবূ হামযা! এই মহিলার জানাযার ছালাত আদায় করে দিন। (এ কথা শুনে) আনাস রাযিয়াল্লাহু আনহু খাটের মাঝখানে দাঁড়িয়ে জানাযার ছালাত আদায় করে দিলেন। এটা দেখে আলা ইবনু যিয়াদ বললেন, আপনি কি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এভাবে দাঁড়িয়ে জানাযার ছালাত আদায় করতে দেখেছেন, যেভাবে আপনি এ মহিলার ছালাত মাঝখানে দাঁড়িয়ে ও পুরুষটির জানাযা মাথার কাছে দাঁড়িয়ে পড়ালেন? আনাস রাযিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ দেখেছি (তিরমিযী, হা/১০৩৪; ইবনু মাজাহ, হা/১৪৯৪; নাসাঈ, হা/১৯৭৯; মিশকাত, হা/১৬৭৯)।
প্রশ্নকারী : আক্বীমুল ইসলাম
জোতপাড়া, ঠাকুরগাঁও।