কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৬) : ছেলেদের ক্ষেত্রে বাবার আপন ফুফু কি মাহরাম? আবার মেয়েদের ক্ষেত্রে বাবার আপন চাচা কি মাহরাম?

উত্তর : ছেলেদের ক্ষেত্রে বাবার আপন ফুফু মাহরাম। কেননা বংশীয় সম্পর্কের কারণে আল্লাহ তাআলা যে সাত শ্রেণির নারীদের মাহরামের অন্তর্ভুক্ত করেছেন, নিজ ফুফু তাদের অন্তর্ভুক্ত। এই মর্মে মহান আল্লাহ বলেন, ‘তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের বোনদের, তোমাদের ফুফুগণ, তোমাদের খালাদের, এবং তোমাদের বোনদের’ (আন-নিসা, ৪/২৩)। এ আয়াতে ফুফুগণ বলতে যাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে তারা হলেন, পিতা, দাদা ও নানার বোন। সুতরাং পিতার নিজ ফুফু অর্থাৎ সম্পর্কে দাদি মাহরামের অন্তর্ভুক্ত।

প্রশ্নকারী : মাহফুজুর রহমান

 মোহনপুর, রাজশাহী।


Magazine