কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৯) : সন্তান শৈশবকালে মারা গেলে সে তার পিতা-মাতাকে জান্নাতে নিয়ে যায়। কিন্তু যে শিশুর পিতা-মাতা নেশাখোর সে কি তাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে?

উত্তর : মানুষ তার কর্মানুযায়ী জান্নাতে অথবা জাহান্নামে যাবে। তবে মানুষের শিশু সন্তানের ব্যাপারে রাসূলুল্লাহ যে সকল পিতা-মাতার সন্তান শৈশবকালে মারা গেছে তাদের জন্য ঐ শিশু জান্নাতের প্রজাপতি তুল্য। তাদের মাঝে কেউ তার পিতার সাথে মিলিত হবে, অথবা পিতা-মাতা দু’জনের সাথে মিলিত হবে। অতঃপর তারা তাদের পরিধানের কাপড় বা কাপড়ের আঁচল ধরে থাকবে যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করবেন (ছহীহ মুসলিম, হা/২৬৩৫; মিশকাত, হা/১৭৫২)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কোনো মুসলিমের তিনটি সন্তান মারা গেলে সে জাহান্নামে প্রবেশ করবে না। তবে কসম পুরা করার জন্য (ক্ষণিকের জন্য হলেও) প্রবেশ করানো হবে (ছহীহ বুখারী, হা/১২৫১; ছহীহ মুসলিম, হা/২৬৩২; তিরমিযী, হা/১০৬০; নাসাঈ, হা/১৮৭৫; মিশকাত, হা/১৭২৯)। উক্ত হাদীছগুলোর ভিত্তিতে বলা যায়, মুসলিম পিতা-মাতা পাপী হলেও শিশু সন্তানের কারণে জান্নাতে যেতে পারে।

প্রশ্নকারী : মাহফূজ

শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।


Magazine