কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৬) : নফল ছালাত জামাআতে আদায় করার পূর্বে ইক্বামত দেওয়া হয় না। এমতাবস্থায় নফল আদায়কারীদের সাথে ফরয ছালাতের নিয়ত করা যাবে কি?

উত্তর : হ্যাঁ, যাবে। কেননা নফল ছালাত আদায়কারীর পিছনে ফরয ছালাত আদায় করা যায়। মুআয ইবনু জাবাল রযিয়াল্লাহু আনহু রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে ফরয ছালাত আদায় করতেন। তারপর নিজ সম্প্রদায়ের নিকট এসে তাদের ছালাতের ইমামতি করতেন (ছহীহ বুখারী, হা/৭০১, ৭১১; ছহীহ মুসলিম, হা/৪৬৫; মিশকাত, হা/৮৩৩)। এ ছালাত তার জন্য নফল হিসাবে গণ্য হতো (দারাকুৎনী, হা/১০৮৬; বায়হাক্বী, হা/৫৫৬; মিশকাত, হা/১১৫১)। এই হাদীছে প্রমাণিত হয় যে, নফল ছালাত আদায়কারীর পিছনে ফরয ছালাত আদায় করা যায়। তাছাড়া নফল হলেও ছালাত হয়ে যাবে। কারণ ইক্বামত হচ্ছে সুন্নাত।

 প্রশ্নকারী : ইসমাঈল

দিনাজপুর, পশ্চিমবঙ্গ, ভারত।

Magazine