কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৮) : মসজিদের একেবারে সামনে কবর। কিন্তু মসজিদের দেয়াল ব্যতীত উভয়ের মাঝে অন্য কোনো দেওয়াল নেই।এমন মসজিদে ছালাত আদায় করা যাবে কি?

 উত্তর : মুসলিমদের উচিত কবরকে সামনে রেখে ছালাত আদায় না করা এবং সর্বদা কবর হতে দূরে থাকা। কারণ রাসূলের বাণী, তোমরা কবরের দিকে ছালাত আদায় করো না এবং তার উপর বসো না’ (ছহীহ মুসলিম, হা/৯৭২; নাসাঈ, হা/৭৬০)। অন্য বর্ণনায় এসেছে, ‘নিশ্চয় তোমাদের পূর্ববর্তী লোকেরা তাদের নবীদের ও সৎলোকদের কবরগুলোকে মসজিদ হিসাবে গ্রহণ করেছিল। অতএব সাবধান! তোমরা কবরগুলোকে মসজিদ হিসাবে গ্রহণ করো না। কেননা আমি তোমাদের এ থেকে নিষেধ করছি’ (ছহীহ মুসলিম, হা/৫৩২; মিশকাত, হা/৭১৩)। তবে কবর ও মসজিদের মাঝে যদি দেওয়াল থাকে যা কবর থেকে মসজিদকে পৃথক করছে সে ক্ষেত্রে ছালাত বৈধ হবে (মাজমূআয়ে ফতওয়া, ১২/৩১; দুরারুস ‍সুন্নিয়া, ৫/২৬৬)। আর মসজিদের সামনে যদি মসজিদের দেওয়াল ব্যতিত অন্য আরেকটি দেওয়াল থাকে বা বাড়ি-ঘর থাকে বা রাস্তা থাকে, তাহলে ছালাত আদায়ের ক্ষেত্রে এটাই বেশি সতর্ক ও উত্তম পদ্ধতি হিসাবে গণ্য হবে। যার মাধ্যমে কবরকে ক্বিবলা করা হতে বেশি দূরে রাখা সম্ভব। আর যদি কবর মসজিদের এরিয়ার বাহিরে ডানে-বামে হয় তাহলে কোনো সমস্যা নেই (মাজমূআয়ে ফাতাওয়া বিন বায, ১৩/৩৫৭)।

-রকি হোসেন

কোতয়ালী, যাশোর।

Magazine