কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৬) : কতটুকু পরিমাণ রক্ত বা পুঁজ শরীর থেকে বের হলে ওযু ভেঙ্গে যাবে?

উত্তর: শরীরের গুহ্যদ্বার এবং প্রশাবের প্রণালি ব্যতীত অন্য কোনো অঙ্গ দিয়ে কম-বেশি কোনো কিছু বের হলে ওযূ ভঙ্গ হবে না। রক্ত প্রবাহিত হলেও নয়। জাবের রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ‘যাতুর রিকা’ এর যুদ্ধে ছিলেন। সেখানে এক ব্যক্তি তীরবিদ্ধ হলেন এবং ফিনকি দিয়ে রক্ত ছুটল, কিন্তু তিনি (সে অবস্থায়ই) রুকু করলেন, সিজদা করলেন এবং ছালাত আদায় করতে থাকলেন।... পরবর্তীতে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বিষয়টি অবগত করালে তিনি তার ছালাত হয়নি কিংবা ওযূ ভেঙ্গে গেছে মর্মে কিছুই বলেননি। হাসান রহিমাহুল্লাহ বলেন, মুসলিমগণ সব সময়েই তাঁদের যখম অবস্থায় ছালাত আদায় করতেন এবং তাঊস রহিমাহুল্লাহ, মুহাম্মদ ইবনু ’আলী রহিমাহুল্লাহ, ’আতা রহিমাহুল্লাহ, ও হিজাযবাসীগণ বলেন, রক্তক্ষরণে ওযূ করতে হয় না। ইবনু উমার রযিয়াল্লাহু আনহু একবার একটি ছোট ফোঁড়া টিপ দিলেন, তা থেকে রক্ত বের হল, কিন্তু তিনি ওযূ করলেন না। ইবনু আবূ আওফা রযিয়াল্লাহু আনহু রক্ত মিশ্রিত থুথু ফেললেন কিন্তু তিনি ছালাত আদায় করতে থাকলেন। ইবনু উমার রযিয়াল্লাহু আনহুমা ও হাসান রহিমাহুল্লাহ বলেন, কেউ শিঙ্গা লাগালে কেবল তার শিঙ্গা লাগানোর স্থানই ধোয়া প্রয়োজন (ছহীহ বুখারী, হা/১/৪৬ পৃ.)।

প্রশ্নকারী : শাইখ মাহমুদ

জামালপুর।



Magazine