কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৭) : আজকাল আমাদের সমাজে নেতৃত্ব পাওয়ার জন্য অনেকেই তীব্র আকাঙ্ক্ষা রাখে, তারা সমাজের মানুষের কাছে নেতৃত্ব চাই। এই সম্পর্কে ইসলাম কী বলে?

উত্তর : নেতৃত্ব চেয়ে নেওয়া বা নেতৃত্বের লোভ রাখা সম্পূর্ণ নিষিদ্ধ, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কঠোরভাবে নিষেধ করেছেন। এমনকি কেউ নেতৃত্ব চাইতে আসতে তিনি তাদেরকে তা দেননি। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘অচিরেই তোমরা নেতৃত্বের আকাঙ্ক্ষী হবে। অথচ কিয়ামতের দিন তা তোমাদের জন্য লাঞ্ছনার কারণ হবে’ (ছহীহ বুখারী, হা/৭১৪৮)। আবূ যার রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (আমাকে লক্ষ্য করে) বললেন, ‘হে আবূ যার! আমি দেখছি তুমি দুর্বল। আর আমি তোমার জন্য তাই পছন্দ করি, যা আমি নিজের জন্য পছন্দ করি। কখনো তুমি দুইজনেরও আমীর হতে যেয়ো না এবং ইয়াতীমের মালের তত্ত্বাবধায়ক হতে যেয়ো না’ (ছহীহ মুসলিম, হা/১৮২৬)। আব্দুর রহমান ইবনু সামুরাহ রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ‘হে আব্দুর রহমান ইবনু সামুরাহ! তুমি নেতৃত্ব চেয়ে নিও না। কারণ চাওয়ার পর যদি নেতৃত্ব পাও তবে এর দিকে তোমাকে সোপর্দ করে দেওয়া হবে। আর যদি না চেয়ে তা পাও তবে তোমাকে এ বিষয়ে সাহায্য করা হবে’ (ছহীহ বুখারী, হা/৬৬২২; ছহীহ মুসলিম, হা/১৬৫২)।

প্রশ্নকারী : জাবেদ আলী

রংপুর।


Magazine