উত্তর : হ্যাঁ, এমতাবস্থায় আল্লাহ তার পাপ ক্ষমা করবেন। কেননা কেউ ইসলাম গ্রহণ করার সাথে সাথে তার পূর্বের সকল গোনাহ মিটে যায়। আমর ইবনুল ‘আছ রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি ইসলাম গ্রহণের উদ্দেশ্যে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর খেদমতে হাযির হলাম। অতঃপর বললাম, আপনি আপনার ডান হাত বাড়িয়ে দিন, যাতে আমি বায়‘আত করতে পারি। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ডান হাত বাড়িয়ে দিলেন, কিন্তু আমি আমার হাত গুটিয়ে নিলাম। তখন রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কী ব্যাপার হে আমর! আমি বললাম, আমি শর্ত করতে চাই। তিনি বললেন, কী শর্ত করতে চাও? আমি বললাম, যেন আল্লাহ আমার গুনাহ মাফ করে দেন। তিনি বললেন, তুমি জান না আমর! ‘ইসলাম’ তার পূর্বেকার সকল কিছু বিদূরিত করে দেয়, ‘হিজরত’ তার পূর্বেকার সকল কিছুকে বিনাশ করে দেয় এবং ‘হজ্জ’ তার পূর্বের সবকিছুকে বিনষ্ট করে দেয় (ছহীহ মুসলিম, হা/১২১; ছহীহ ইবনু খুযায়মা, হা/২৫১৫; ছহীহ আল-জামে‘, হা/১৩২৯; ছহীহ আত-তারগীব ওয়াত-তারহীব, হা/১০৯৭; বায়হাক্বী, হা/১৮৯৯০; মিশকাত, হা/২৮)।
-সুজন আলী
আলীনগর, চাঁপাইনবাবগঞ্জ।