কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৪) : যোহরের পূর্বের চার রাকা’আত সুন্নাত ছালাতের প্রত্যেক রাকা’আতেই কি সূরা ফাতেহার সাথে অন্য সূরা পড়তে হবে?

উত্তর : যোহরের পূর্বের চার রাকা‘আতের শুধু প্রথম দুই রাকা‘আতে মিলালেই চলবে। কেননা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহর এবং আছরের ছালাতের প্রথম দুই রাকা‘আতে সূরা ফাতেহা এবং অন্য দুটি সূরা আর শেষের দুই রাকা‘আতে শুধু সূরা ফাতিহা পাঠ করতেন। আর কোনো কোনো সময় তিনি ছাহাবীগণকে শুনিয়ে ক্বিরাআত করতেন। আর তিনি যোহরের প্রথম রাকাআত দীর্ঘ করতেন (নাসাঈ, হা/৯৮০)। তবে প্রত্যেক রাকা‘আতেও সূরা ফাতেহার সাথে অন্য সূরা মিলাতে পারে। আবূ সাঈদ খুদরী রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহর কিংবা আছরের (রাবীর সন্দেহ) প্রথম দুই রাকা‘আতের প্রতি রাকা‘আতে ১৫ আয়াত পরিমাণ পাঠ করতেন এবং শেষের দুই রাকা‘আতে অর্ধেক পরিমাণ পাঠ করতেন (ছহীহ মুসলিম, হা/৪৫২)। এতে বুঝা যায়, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো পরের দুই রাকা‘আতেও অন্য সূরা মিলিয়েছেন।

প্রশ্নকারী : নূর জাহান

পলিখাঁপুর, দিনাজপুর।


Magazine