কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৯): ১০০০ টাকার কেনাকাটায় ৪০০ টাকা ক্যাশব্যাক। ২৫ টাকা রিচার্জে ৫ টাকা ক্যাশব্যাক। এই রকম ক্যাশব্যাক অফার নেওয়া জায়েয হবে কি?

উত্তর: কেনাকাটা বা রিচার্জের কারণে সাথেসাথে তথা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দেওয়া হলে এটা সূদ হিসেবে গণ্য হবে না। বরং তা ‘উপহার’ হিসেবে গণ্য হবে। আর উপহার হিসেবে কোনোকিছু আসলে তা গ্রহণ করাতে কোনো বাধা নেই। উমার ইবনুল খাত্তাব রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কিছু মাল দিতে চাইলেন, তখন আমি বললাম, আমার চেয়ে অভাবী কাউকে তা দিন। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তুমি এটা গ্রহণ করে নিজের মাল বানিয়ে নাও এবং তা দান করো। তোমার পক্ষ থেকে লোভ ও চাওয়া ছাড়াই যদি কোনো মাল তোমার কাছে আসে, তাহলে তুমি সেটা গ্রহণ করো। আর যেটা এভাবে আসে না, তার পিছনে তুমি পড়ো না’ (ছহীহ বুখারী, হা/৭১৬৪)।

প্রশ্নকারী : সিয়াম

আক্কেলপুর, জয়পুরহাট।


Magazine