কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১১): আমার বাড়ি নাটোর জেলায়। আমি নারায়ণগঞ্জে জাহাজে চাকরি করি। জাহাজেমাঝে মাঝে নারায়ণগঞ্জ থেকে চট্টগ্রাম যেতে হয়। এখানে ক্বছর করার বিধানকী?

উত্তর: নারায়ণগঞ্জ থেকে চট্টগ্রাম সফরে ছালাত ক্বছর করা যাবে। আল্লাহ তাআলা বলেন, ‘যখন তোমরা সফর কর, তখন তোমাদের ছালাতে ক্বছর করাতে কোনো দোষ নেই। যদি তোমরা আশঙ্কা কর যে, কাফেররা তোমাদেরকে উত্যক্ত করবে। নিশ্চয় কাফেররা তোমাদের প্রকাশ্য শত্রু’ (আন-নিসা, ৪/১০১)। আনাস রাযিয়াল্লাহু আনহুমা বলতেন, আমি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে মদীনায় যোহরের ছালাত চার রাকআত পড়েছি আর যুল হুলাইফা গিয়ে আছরের ছালাত দুই রাকআত পড়েছি (ছহীহ বুখারী, হা/১০৮৯; ছহীহ মুসলিম, হা/৬৯০)।

প্রশ্নকারী : এস. এম. শাহ আলম

বড়াইগ্রাম, নাটোর।


Magazine