উত্তর : এ ধরনের লোকদের বাড়ীতে দাওয়াত গ্রহণ না করাই ভালো। কেননা এগুলো চরম গর্হিত কাজ। আর গর্হিত কিছু দেখলে সে বাড়ীতে দাওয়াত খাওয়া যাবে না। ইমাম বুখারী অধ্যায় রচনা করেছেন, যদি কোনো অনুষ্ঠানে দ্বীনের খেলাফ বা অপছন্দনীয় কোনো কিছু নযরে আসে তাহলে ফিরে আসবে কি? ইবনু মাসঊদ রযিয়াল্লাহু আনহু কোনো এক বাড়িতে (প্রাণির) ছবি দেখে ফিরে এলেন। ইবনু উমার রযিয়াল্লাহু আনহু আবূ আয়্যূব রযিয়াল্লাহু আনহু কে দাওয়াত করে বাড়িতে আনলেন। তিনি এসে ঘরের দেয়ালের পর্দায় ছবি দেখতে পেলেন। এরপর ইবনু উমার রযিয়াল্লাহু আনহু এ ব্যাপারে বললেন, মহিলারা আমাদের উপর প্রভাব বিস্তার করেছে। আবূ আয়্যূব রযিয়াল্লাহু আনহু বললেন, আমি যাদের সম্পর্কে আশঙ্কা করেছিলাম, তাতে আপনার ব্যাপারে আশঙ্কা করিনি। আল্লাহর কসম! আমি আপনার ঘরে কোনো খাদ্য খাব না। এরপর তিনি চলে গেলেন (বুখারী, হা/৫১৮১; নাসাঈ, হা/৫৩৫১; ইবনু মাজাহ, হা/৩৩৫৯)। তবে তাদেরকে উপদেশ দেওয়ার উদ্দেশ্যে তাদের বাড়িতে দাওয়াত গ্রহণ করা যাবে।
প্রশ্নকারী : মোস্তাফিজুর রহমান
মাদারগঞ্জ, জামালপুর।