কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৩): অনেকে নিয়মিত ছালাত আদায় করলেও সিগারেট ও জর্দা-পান খাওয়া ছাড়েন না, নিষেধ করলেও মানে না। এ অবস্থায় তাদের ছালাত কি কবুল হবে?

উত্তর: বিড়ি, সিগারেট, গুল-জর্দা খেলে ৪০ দিন ইবাদত কবুল হবে না। কেননা এগুলোর মূল উপাদান হলো তামাক। এর মধ্যে প্রচুর পরিমাণে মাদকতা আছে, এটা সর্বজনস্বীকৃত। কোনো বস্তুর মধ্যে মাদকতা থাকলে সেটা সুস্পষ্ট হারাম। জাবের রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, مَا أَسْكَرَ كَثِيرُهُ فَقَلِيلُهُ حَرَامٌ ‘যে বস্তুর বেশি পরিমাণ নেশার সৃষ্টি করে, তার অল্প পরিমাণও হারাম’ (তিরমিযী, হা/১৮৭১)। তাছাড়া রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নেশার উদ্রেককারী বস্তুকে خَمْرٌ তথা মদ নামে আখ্যায়িত করেছেন। ইবনু উমার রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, كُلُّ مُسْكِرٍ خَمْرٌ وَكُلُّ مُسْكِرٍ حَرَامٌ ‘প্রত্যেক নেশা সৃষ্টিকারী বস্তুই মদ। আর প্রত্যেক নেশা সৃষ্টিকারী বস্তুই হারাম’ (ছহীহ ‍মুসলিম, হা/২০০৩)। আর خَمْرٌ তথা মদ সম্পর্কে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, مَنْ شَرِبَ الْخَمْرَ وَسَكِرَ لَمْ تُقْبَلْ لَهُ صَلاَةٌ أَرْبَعِينَ صَبَاحًا ‘যে ব্যক্তি خَمْرٌ তথা মদপান করে এবং মাতাল হয়, চল্লিশ দিন পর্যন্ত তার ছালাত কবুল হয় না’ (ইবনু মাজাহ, হা/৩৩৭৭; তিরমিযী, হা/১৮৬২)।

প্রশ্নকারী : আব্দুস সাত্তার

পশ্চিমবঙ্গ, ভারত।


Magazine