কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৫): কোনো মেয়ে যদি ছেলেদের পোশাক ঘরে পরিধান করে, এটা কি জায়েয হবে?

উত্তর: ঘরে-বাহিরে, গোপনে-প্রকাশ্যে কোনো অবস্থায় মহিলারা পুরুষের পোশাক আর পুরুষ মহিলার পোশাক পরিধান করতে পারবে না। যারা তা করে, আল্লাহ তাদের প্রতি অভিসম্পাত করেছেন। ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐসব পুরুষদেরকে লা‘নত করেছেন, যারা নারীর বেশ ধারণ করে এবং ঐসব নারীদেরকেও লা‘নত করেছেন, যারা পুরুষের বেশ ধারণ করে (ছহীহ বুখারী, হা/৫৮৮৫)। সুতরাং এমন কাজ থেকে বিরত থাকতে হবে।

প্রশ্নকারী : পিয়াস মাহমুদ

জামালপুর, ইসলামপুর।

Magazine