উত্তর: বিবাহের পাত্র-পাত্রী নির্বাচনের ক্ষেত্রে উভয়ের দ্বীনদারিতা হলো লক্ষণীয় বিষয় (ছহীহ বুখারী, ৭/৭)। এছাড়াও ধার্মিকতা ও চালচলন এর প্রতি লক্ষ করতে হবে। আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমরা যে ব্যক্তির দ্বীনদারী ও নৈতিক চরিত্রে সন্তুষ্ট আছ তোমাদের নিকট সে ব্যক্তি বিয়ের প্রস্তাব করলে তবে তার সাথে বিয়ে দাও। তা যদি না কর, তাহলে পৃথিবীতে ফিতনা-ফ্যাসাদ ও চরম বিপর্যয় সৃষ্টি হবে’ (তিরমিযী, হা/১০৮৪)। আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ‘নারীদের (সাধারণত) চারটি বিষয় দেখে বিয়ে করা হয়। তার ধন-সম্পদ, বংশমর্যাদা, সৌন্দর্য ও দ্বীনদারিতা। তবে তুমি দ্বীনদার (ধার্মিক) নারীকে প্রাধন্য দাও’ (ছহীহ বুখারী, হা/৫০৯০)।
প্রশ্নকারী : মো. রাইহান
ফতেহবাদ, চট্টগ্রাম।