উত্তর : কোনো মানুষের হক্ব নষ্ট করলে যেভাবেই হোক তা ফিরিয়ে দিতে হবে। অর্থ দেওয়ার সক্ষমতা থাকলে, কিন্তু হক্বদারদেরকে পাওয়া না গেলে, তাদের সেই পাওনা সম্পদ ছাদাকা করে দিতে হবে (মুসনাদে আহমাদ, হা/২৬৩৬৬)। আর যদি অর্থ দেওয়ার ক্ষমতা না থাকে এবং হক্বদারদেরকে পাওয়া না যায়, তাহলে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করবে। আল্লাহ তাআলা বলেন, ‘আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন যে, নিশ্চয় আমি অতি ক্ষমাশীল ও দয়ালু’ (আল-হিজর, ১৫/৪৯)। আল্লাহ তাআলা আরো বলেন, ‘বলুন, হে আমার বান্দাগণ! তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ, তোমরা আল্লাহর অনুগ্রহ থেকে হতাশ হয়ো না, নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল, পরম দয়ালু’ (আয-যুমার, ৩৯/৫৩)।
প্রশ্নকারী : মুহাম্মাদ রাইহান
ঢাকা।