কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৩): আমি গুরুতর অসুস্থ। গোসল করলে সমস্যা বেড়ে যায়, ডাক্তারও নিষেধ করেছেন। এই অবস্থায় স্বপ্নদোষ হলে আমি কীভাবে ছালাত আদায় করব?

উত্তর: কেউ যদি গুরুতর অসুস্থ হয়ে থাকে এবং ডাক্তার যদি নিশ্চিতভাবে বলে থাকেন যে, গোসল করলে তার রোগের ক্ষতি হবে বা রোগ বৃদ্ধির আশঙ্কা আছে, তাহলে সে গোসল না করে তায়াম্মুম করে ছালাত আদায় করবে। মহান আল্লাহ বলেন, ‘আর যদি তোমরা অসুস্থ হও... এবং পানি না পাও, তবে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো, তোমাদের মুখমণ্ডল ও হাত মুছে নাও’ (আল-মায়েদা, ৫/৬)। জাবির ইবনু আব্দুল্লাহ রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা এক সফরে বের হই। আমাদের একজনের মাথায় একটি পাথর আঘাত করে, ফলে তার মাথা ফেটে যায়। এরপর সে স্বপ্নদোষে অপবিত্র (জুনুব) হয়। সে তার সাথীদের জিজ্ঞেস করে, তোমরা কি আমার জন্য তায়াম্মুম করার অনুমতি আছে মনে কর? তারা বলল, তুমি যেহেতু পানি ব্যবহারে সক্ষম, তাই তোমার জন্য কোনো ছাড় নেই। সে গোসল করল, ফলে মারা গেল। আমরা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে পৌঁছলে, তাকে এ ঘটনা জানানো হয়। তখন তিনি বললেন, ‘তারা তাকে হত্যা করেছে, আল্লাহ তাদের ধ্বংস করুন! তারা কেন জিজ্ঞেস করল না, যখন তা জানত না? অজ্ঞতার চিকিৎসা হলো প্রশ্ন করা। তার জন্য যথেষ্ট ছিল, সে তায়াম্মুম করে নিত এবং তার ক্ষতস্থানে কাপড় বেঁধে সেটির উপর মাসাহ করত এবং শরীরের বাকি অংশ ধুয়ে ফেলত’ (আবূ দাঊদ, হা/৩৩৬; ইবনু মাজাহ, হা/৫৭২)।

নাম প্রকাশে অনিচ্ছুক।



Magazine