কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২১) : ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ’ এই কালেমাকে যিকির হিসাবে পড়া যাবে কি?

উত্তর : যিকিরের ক্ষেত্রে শুধু ‘লা ইলাহা ইল্লাল্লাহু’ বলবে। কারণ যিকির শুধু আল্লাহর হয়। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর হয় না। বরং তাঁর হয় আনুগত্য। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বোত্তম যিকির হচ্ছে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ (তিরমিযী, হা/৩৩৮৩; ইবনু মাজাহ, হা/৩৮০০; মুসতাদারাকে হাকেম, হা/১৮৩৪; শুআবূল ঈমান, হা/৪০৬১; ইবনু হিব্বান, হা/৮৪৬, সিলসিলা ছহীহা, হা/১৪৯৭, সনদ হাসান; মিশকাত, হা/২৩০৬)। আর এ পর্যন্তই যে একটি পূর্ণ কালেমা (বা কালেমা তাইয়্যেবা) তা আরও একাধিক ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত। যেমন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তোমরা মুমূর্ষ ব্যক্তিকে ‘লা-ইলা-হা ইল্লাল্লাহ’র তালক্বীন দাও’ (ছহীহ মুসলিম, হা/৯১৬-১৭; মিশকাত, হা/১৬১৬)। মুআয ইবনু জাবাল রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির শেষ কথা হবে, ‘লা-ইলা-হা ইল্লাল্ল-হ’ (অর্থাৎ আল্লাহ ছাড়া প্রকৃত পক্ষে কোনো ইলাহ নেই), সে জান্নাতে প্রবেশ করবে (আবূ দাঊদ, হা/৩১১৬, ; মুসতাদরাকে হাকেম, হা/১২৯৯; ইরওয়াঊল গালীল, হা/৬৮৭; ছহীহ আল-জামে‘ আছ-ছগীর, হা/৬৪৮০)।

প্রশ্নকারী : আনোয়ার হোসেন

কাশিমপুর, গাজীপুর।

Magazine