কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৫) : নয় মাসের গর্ভবতী বাচ্চা পেটে মারা গেছে। অপারেশন বা সিজার করে তাকে বের করার পর তার কি জানাযা দিতে হবে?

উত্তর : না, এমতাবস্থায় তার জানাযা দিতে হবে না। শু‘আইব রাহিমাহুল্লাহ হতে বর্ণিত। ইবনু শিহাব রাহিমাহুল্লাহ বলেছেন, .... নবজাত শিশু সরবে কেঁদে থাকলে তার জানাযার ছালাত আদায় করা হবে। আর যে শিশু কাঁদবে না, তার জানাযার ছালাত আদায় করা হবে না। কেননা, সে অপূর্ণাঙ্গ সন্তান (ছহীহ বুখারী, হা/১৩৫৮)।

প্রশ্নকারী : জুয়েল বিন মনিরুল ইসলাম

পত্নীতলা, নওগাঁ।


Magazine