উত্তর : না, বিনোদনের উদ্দেশ্যে জাদু শেখা যাবে না। কেননা জাদু চর্চা করা কুফরী এবং তা শয়তানের আমল। মহান আল্লাহ বলেন, ‘সুলায়মান কুফরী করেনি, বরং শয়তানরাই কুফরী করেছিল। তারা মানুষকে জাদুবিদ্যা শিক্ষা দিত’ (আল-বাক্বারা, ২/১০২)।
আবু হুরায়রা রযিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমরা ধ্বংসাত্মক পাপ থেকে বেঁচে থাকো, তাহলো আল্লাহর সাথে শরীক করা ও জাদু করা’ (ছহীহ বুখারী, হা/৫৭৬৪; ছহীহ মুসলিম, হা/৮৯; মিশকাত, হা/৫২)। তবে জাদুকৃত ব্যক্তি হতে জাদুর প্রভাব দূর করার নিয়্যতে প্রতিরোধক জাদু বৈধ। মহান আল্লাহ বলেন, ‘যদি তোমরা প্রতিশোধ গ্রহণ করো, তবে ঠিক ততখানি প্রতিশোধ গ্রহণ করবে যতখানি অন্যায় তোমাদের প্রতি করা হয়েছে; তবে তোমরা ধৈর্যধারণ করলে ধৈর্যশীলদের জন্য ওটাও তো উত্তম’ (আন-নাহল, ১৬/১২৬; ছহীহ বুখারী, ‘জাদুর চিকিৎসা করা যাবে কি-না?’ অধ্যায়, সিলসিলা ছহীহা, হা/২৭৬০)।
প্রশ্নকারী : বাকী বিল্লাহ খান পলাশ
হাবেলী গোপালপুর, ফরিদপুর।