কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৪) : জুম‘আর দিনে সর্বাগ্রে মসজিদে প্রবেশের ফযীলত কী?

উত্তর : জুম‘আর দিনে আগমনের ব্যাপারে হাদীছটি পাঁচটি সময়ের কথা বলা হয়েছে (ছহীহ মুসলিম, হা/৮৫০)। জুম‘আর দিন সূর্য উঠার পর থেকে খুতবা শুরু হওয়া পর্যন্ত সময়কে হাদীছের দৃষ্টিকোণে পাঁচ ভাগে ভাগ করা যায়। তার প্রথম সময়ে যারা মসজিদে আসবে তারা উট দানের ফযীলত পাবে। দ্বিতীয় সময়ে যারা আসবে তারা গরু দান করার ফযীলত পাবে। তৃতীয় সময়ে যারা আসবে তারা ছাগল দান করার ফযীলত পাবে। চতুর্থ সময়ে যারা আসবে তারা বন্য মুরগী দান করার ফযীলত পাবে এবং পঞ্চম বা শেষ সময়ে যারা আসবে তারা ডিম দান করার ফযীলত পাবে (ছহীহ মুসলিম, হা/৮৫০)।

-আক্বীমুল ইসলাম

জোতপাড়া, ঠাকুরগাঁও।


Magazine