কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৭) : বাবা সূদী কারবারে জড়িত। এই কারবার ত্যাগ করার জন্য অনেক বুঝানোর পরেও বুঝতে চায় না। তাই মনের কষ্টে কোনো বন্ধু বা আত্মীয়-স্বজনের কাছে বাবার এই কাজের নিন্দা করলে সেটা কি গীবতের অন্তর্ভুক্ত হবে?

উত্তর : সংশোধনের উদ্দেশ্য ছাড়া কোনো বন্ধু বা আত্মীয়-স্বজনের কাছে বাবার এই কাজের নিন্দা করলে সেটা গীবতের অন্তর্ভুক্ত হবে। কেননা মহান আল্লাহ বলেন, ‘দুর্ভোগ প্রত্যেকের, যে পশ্চাতে ও সম্মুখে লোকের নিন্দা করে’ (আল-হুমাযাহ, ১০৪/১)। তবে সংশ্লিষ্ট ব্যক্তির সংশোধনের জন্য নিজে বলেও কাজ না হলে বা অপারগ হলে অন্য কোন জ্ঞানী ব্যক্তির কাছে তা প্রকাশ করতে ও পরামর্শ নিতে পারে। উম্মু কুলসূম বিনতু উকবাহ ইবনু আবূ মুআয়ত রাযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছেন যে, ‘সে ব্যক্তি মিথ্যুক নয়, যে লোকের মধ্যে আপসে সমাধা করে দেয়। সে কল্যাণের জন্যই মিথ্যা বলে এবং কল্যাণের জন্যেই চোগলখোরি করে’ (ছহীহ বুখারী, হা/২৬৯২; ছহীহ মুসলিম, হা/২৬০৫)।

-সুজন

মাধবপুর, হবিগঞ্জ।

Magazine