কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৫): নকশা করা চট বা কার্পেটে ছালাত আদায় করা যাবে কি?

উত্তর: মুছল্লীর সামনে নকশা করা চট, কার্পেট কিংবা চাদর জাতীয় এমন কিছু থাকা উচিত নয়, যা ছালাত থেকে মনকে উদাসীন করে দেয় এবং ছালাত আদায়ে একাগ্রতা নষ্ট হয়। তবে এ ধরনের কাপড়ে কোনো প্রাণীর ছবি না থাকলে তাতে ছালাত আদায় করলে, ছালাত ছহীহ হবে। তবে নেকী কম হবে। কারণ রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নকশাদার কাপড়ে ছালাত আদায় করার পর মনকে উদাসীন করার কারণে সেই কাপড় পরিবর্তনের আদেশ দিয়েছিলেন (ছহীহ বুখারী, হা/৩৭৩; ছহীহ মুসলিম, হা/৫৫)। কিন্তু ছালাত পুনরায় পড়েছিলেন মর্মে কোনো প্রমাণ পাওয়া যায় না।

প্রশ্নকারী : সানাউল্লাহ

ময়মনসিংহ।


Magazine