উত্তর: হ্যাঁ, নির্জনে থাকলেও লজ্জাস্থান ঢেকে রাখতে হবে। বাহয ইবনু হাকীম রাহিমাহুল্লাহ তার পিতার মাধ্যমে তার দাদা থেকে বর্ণনা করেন যে, তার দাদা বলেন, আমি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আমাদের ঢেকে রাখার অঙ্গসমূহ কার সামনে আবৃত রাখব এবং কার সামনে অনাবৃত করব? তিনি বললেন, ‘তোমার স্ত্রী ও দাসী ব্যতীত সকলের সামনে তা আবৃত রাখো’। তারপর তিনি বলেন, আমি বললাম, যখন মানুষেরা পরস্পরের মাঝে থাকে তখন? তিনি ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘যতদূর সম্ভব কেউ যেন অন্যের গোপনাঙ্গের দিকে না তাকায়’। তিনি রাযিয়াল্লাহু আনহু বললেন, আমি প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আমাদের কেউ যখন নির্জনে থাকে? তিনি ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘লজ্জার ব্যাপারে আল্লাহ মানুষের চেয়ে অধিক হক্বদার’ (আবূ দাঊদ, হা/৪০১৭; তিরমিযী, হা/২৭৬৯)।
প্রশ্নকারী : সোহেল রানা
বগুড়া।