উত্তর : না, পাপ হবে না। মহান আল্লাহ বলেন, অতঃপর যখন ছালাত শেষ হবে তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ (রিযিক্ব) তালাশ করো’...(জুম‘আহ, ৬২/১০)।
অত্র আয়াতে আল্লাহ তা‘আলা ছালাত শেষে কর্মক্ষেত্রে যোগ দিয়ে রিযিক্ব অন্বেষণের আদেশ করেছেন। তাই কর্মব্যস্ত মানুষ হলে সেখান থেকে চলে যাওয়াতে কোনো দোষ নেই। তবে বিশেষ কোনো প্রয়োজন না থাকলে সেখানে বসে কুরআনের তেলাওয়াত শুনা, কুরআন শেখা, শিখানো অথবা তেলাওয়াত করা ভালো। মহান আল্লাহ বলেন, ‘যখন কুরআন পাঠ করা হয়, তখন তোমরা তা মনোযোগ সহকারে শুনো এবং চুপ থাকো’ (সূরা ইনশিক্বাক্ব ২১)। উছমান রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তোমাদের মধ্যে সে ব্যক্তি সর্বত্তোম যে কুরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়’ (ছহীহ বুখারী, হা/৫০২৭; আবূ দাঊদ, হা/১৪৫২, মিশকাত, হা/২১০৯)।
প্রশ্নকারী : রাশিদুল ইসলাম আওলাদ
হাতিবান্ধা, লালমণিরহাট।