উত্তর: না, মৃত ব্যক্তির নামে দেওয়া ইফতারে সকলে অংশ গ্রহণ করতে পারবে না। কেননা, মৃত ব্যক্তির নামে যেটা প্রদান করা হয়, সেটি ছাদাক্বা। আর ছাদাক্বা সবাই খেতে পারে না। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকাতের মাল ধনীদের জন্য হালাল নয়, সুস্থ সবলদের ( খেটে খেতে সক্ষম) জন্যও নয় (আবূ দাঊদ, হা/১৬৩৪, তিরমিযী, হা/৬৫২)। অতএব, মৃত ব্যক্তির নামে দেওয়া ইফতারিতে শুধু দরিদ্ররা অংশগ্রহণ করবে।
প্রশ্নকারী : ইসমাইল সেখ
মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ