উত্তর : ইবাদত কবুলের জন্য গুরুত্বপূর্ণ একটি শর্ত হলো, সকল ইবাদত একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই করা এবং সেক্ষেত্রে কোনো প্রকার লৌকিকতা ও সুনাম অর্জনের মনোভাব না থাকা। মহান আল্লাহ বলেন, ‘তিনি চিরঞ্জীব, তিনি ব্যতীত (সত্য) কোনো মা‘বূদ নেই; সুতরাং তোমরা তাঁকেই ডাকো, তাঁর ইবাদতে একনিষ্ঠ হয়ে’ (মুমিন, ৪০/৬৫)। আবূ উমামা বাহিলী রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এসে বলল, ঐ ব্যক্তি সম্বন্ধে আপনি কী বলেন, যে ব্যক্তি সম্পদ এবং সুনামের জন্য জিহাদ করে, তার জন্য কী রয়েছে? রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তার জন্য কিছুই নেই’। তিনি তা তিনবার বললেন। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তার জন্য কিছুই নেই। তারপর তিনি বললেন, আল্লাহর জন্য খালেছভাবে কৃত আমল যার মাধ্যমে তার সন্তুষ্টি কামনা করা হয়, এমন আমল ব্যতীত কিছুই কবুল করেন না’ (নাসাঈ, হ/৩১৩৩; সিলসিলা ছহীহা, হা/৫২)। অতএব, মসজিদ বা মাহফিলের সভাপতি বা প্রধান অতিথি করার শর্তে সেখানে দান করলে উক্ত দান কবুল হবে না।
প্রশ্নকারী : আতিকুর রহমান
ময়মনসিংহ।