কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৯) : একাকী ছালাত আদায়ের সময় জাহরী ছালাতে উচ্চৈঃস্বরে কিরাআত পাঠ না করলে ছালাত হবে কি?

উত্তর: ছালাত হবে। তবে সরবে পড়াই সুন্নাত। রাতের জাহরী ছালাতগুলো রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবূ বকর রযিয়াল্লাহু আনহু ও ওমর রযিয়াল্লাহু আনহু একাকী সরবে পড়তেন। নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের ছালাতে কোনো কোনো সময় একটু উচ্চৈঃস্বরে কিরাআত করতেন আবার কোনো কোনো সময় নিম্নস্বরে (আবূ দাঊদ, হা/১৩২৮)। তিনি উমার রযিয়াল্লাহু আনহু-কে নিম্নস্বরে ও আবূ বকর রযিয়াল্লাহু আনহু-কে উচ্চস্বরে ক্বিরআত পড়ার নির্দেশ দেন (আবূ দাঊদ, হা/১৩২৯)। সুতারং নীরবে কিরাআত করলেও ছালাত হবে, তবে সরবে কিরাআত করাই উত্তম।

 প্রশ্নকারী : জামাল হোসেন

ফরিদপুর।

Magazine