কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২২): মানুষ যে ‘জুম্মা মোবারক’ বলে শুক্রবারে শুভেচ্ছা জানায়, এটা কি জায়েয?

উত্তর: এটা বলা যাবে না। এর কোনো শারঈ ভিত্তি নেই। বরং নেকীর আশায় বলা হলে তা বিদআত আর সামাজিকভাবে বললে তা কুসংস্কার (মাজাল্লাতুল বুহূছিল ইসলামিয়্যাহ, ৯০/৬০)।


Magazine