উত্তর : বই-পুস্তক লেখা বা ছাপানো হয় মূলত দু’টি উদ্দেশ্যকে সামনে রেখে। ১. জ্ঞান প্রচারের সাথে সাথে ব্যবসায়িক উদ্দেশ্যে নির্ধারিত মূল্যে বিক্রয় করার জন্য। এবং ২. জ্ঞান প্রচারের উদ্দেশ্যে ফ্রি বিতরণের জন্য। সুতরাং শুধুমাত্র জ্ঞান প্রচারের উদ্দেশ্যে প্রকাশিত বই-পুস্তক ডাউনলোড করাতে কোনো বাধা নেই। ব্যবসায়িক উদ্দেশ্যে প্রকাশিত যে সকল বই-পুস্তকের পিডিএফ কপি ইন্টারনেট থেকে ফ্রি- ডাউনলোড করা যায় সে সকল বই-পুস্তক দুইভাবে আপলোড করা থাকে। ১. লেখক বা প্রকাশক কর্তৃক অনুমোদিত ২. অনুমোদিত নয়। যদি অনুমোদিত হয়ে থাকে তাহলে তা ডাউনলোড করে পড়াতে কোনো সমস্যা নেই। আর অনুমোদিত না হলেও তা জ্ঞান অন্বেষণের উদ্দেশ্যে ডাউনলোড করে পড়া যায়। তবে ব্যবসার উদ্দেশ্যে ডাউনলোড করে ছাপিয়ে বিক্রয় করা যাবে না। মূলত লেখক সত্ত্ব দ্বারা লেখক যে অধিকার সংরক্ষণ করেন তা হলো ‘বই লেখক বা প্রকাশনীর অনুমোদন ব্যতীত বাজারে বিক্রয় করার’। সুতরাং পিডিএফ বই ডাউনলোড করে পড়া যাবে। তবে তা ছাপিয়ে বিক্রয় করা যাবে না। (লিক্বাউল বাবিল মাফতুহ, ‘ছালেহ আল উছায়মীন’ খণ্ড ১৯; ১৭৮ পৃ. ছামারাতুত তাদবীন ‘লিল উছায়মীন’ ১৪২ পৃ. )| তবে রাষ্ট্রীয় আইনে যদি লেখকের বিনা অনুমতিতে পিডিএফ বানানো অপরাধ হয় তাহলে শারয়ী দৃষ্টিতেও তা অপরাধ বলে গণ্য হবে। কারণ বিনা অনুমতিতে কারও আসনে পর্যন্ত বসা জায়েয নয় (ছহীহ মুসলিম, হা/৬৭৩; মিশকাত, হা/১১১৭)। কারও সম্পদ ভোগ করা তো বহু দূরের কথা।
প্রশ্নকারী : আমীনুল ইসলাম জিহান